ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৮:১২ পূর্বাহ্ন

যুবলীগ নেতাকে ধরতে বাসা ঘেরাওয়ের ঘটনায় মামলা

  • আপডেট: Saturday, July 5, 2025 - 1:57 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে গত বুধবার একটি ভবন ঘেরাও করা হয়। তবে অভিযোগ উঠেছে, রনিকে ধরার জন্য নয়, পারিবারিক বিরোধের জেরে ‘মব’ চালিয়ে সেখানে লুটপাট চালানো হয়েছে।

এর জেরে থানায় মামলা করেছেন ভবনটির মালিক জাবেদ আক্তার বেবীর স্ত্রী হাবিবা আক্তার। গত বুধবার দুপুরে রাজশাহী নগরীর পদ্মা পারিজাত এলাকার একটি ৮তলা ভবন ঘেরাও করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন, এ ভবনেই আছেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।

ভবনটির মালিক জাবেদ আক্তার বেবীর স্ত্রী হাবিবা আক্তার নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে ২ লাখ টাকা ও ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান শিশিলকে। কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে এতে আসামি করা হয়।

মামলার বাদী হাবিবা আক্তার দাবি করেন, তাঁর জামাতা মেহেদী হাসান সিজারের আপন ভাই মাহমুদ হাসান শিশিল। সম্পদের বণ্টন নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। সিজার শ্বশুরবাড়িতে থাকতে পারেন এমন সন্দেহে ‘মব’ সৃষ্টি করা হয়েছিল। ঘটনা ভিন্ন খাতে নিতে যুবলীগ নেতা রনিকে ধরার অভিযান বলে প্রচার করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS