ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৭:৩৪ পূর্বাহ্ন

মোটরসাইকেল চুরির সময় ইউপি সদস্যের ছেলে আটক

  • আপডেট: Saturday, July 5, 2025 - 12:01 am

তানোর মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মোটরসাইকেল চুরি করার সময় জনগণের হাতে আটক হয়েছে মোহনপুর উপজেলার লিটন হোসেন (২২) নামের এক যুবক। সে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের লালইচ গ্রামের ৫ নং ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) জেকের আলীর পুত্র।

ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের মন্ডল পাড়া থেকে গোদাগাড়ী উপজেলার এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনগণের হাতে আটক হয় লিটন হোসেন।

এসময় উপস্থিত জনতা লিটনকে উত্তম-মাধ্যম দিয়ে চোরকে গোদাগাড়ী পুলিশের হাতে সোপর্দ করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি তানোর থানার ভিতরে হলেও যার মোটরসাইকেল চুরি করা হয়েছে তার বাড়ি গোদাগাড়ী উপজেলায় হওয়ায় বিষয়টি গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মোটরসাইকেল চুরির ঘটনা সত্য। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ফোন করেছিলেন। এই ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS