বাঘায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার

বাঘা প্রতিনিধি: বাঘায় দুইজন সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলায় অভিযুক্ত এসব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত পলাতক আসামিরা হলেন- বাঘা উপজেলার গোচর গ্রামের নওশাদ সরদার ছেলে রোমান সরদার (৩২), ভানুকর গ্রামের আছান আলীর ছেলে আব্দুর রহিম (৩৫), আলাইপুর এখলাছ মন্ডলের ছেলে জয় আহাম্মেদ লিখন (২২), জরিরামপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী শিরিনা বেগম (৩০), হরিরামপুর গ্রামের শামসুল হুদা ছেলে হাফিজুর রহমান (৩৫), ভানুকর গ্রামের মাজদার রহমানের ছেলে মাসুদ রানা (২৫)।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নির্দেশে পুলিশের একটি চৌকশ দল অত্যন্ত দক্ষতার সাথে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন মহিলা আসামিও রয়েছেন।
বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ-নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গতকাল শুক্রবার সকালে তাদের সকলকে একযোগে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।