ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

বাগধানী-দুয়ারীর ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

  • আপডেট: Saturday, July 5, 2025 - 11:34 pm

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোর-বায়া সড়কের বাগধানী ও দুয়ারীর ঝুকিপূর্ণ ২টি ব্রীজ দিয়ে জীবনের ঝুকি নিয়েই চলাচল করছে ছোট বড় ও ভারীসব যানবাহন।

যেকোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীসহ চলাচলকারীরা। তবে,  ওই দুই ব্রীজের পাশেই পৃথক ২টি নতুন ব্রীজ নির্মাণ করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে থমকে আছে ওই ব্রীজ দুইটির মুখের সংযোগ সড়কের নির্মাণ কাজ।

ব্রীজ ২টির মুখের সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে যান চলাচলের জন্য খুলে দেয়ার দাবি জানিয়েছেন যানবাহনের চালকসহ চলাচলকারীরা।

সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলা এলাকার বায়া-তানোর সড়কের বাগধানী ও দুয়ারী নামক স্থানের ২টি ব্রীজের ওপরে ক্ষয় হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি স্থানে ছোট-ছোট গর্তের সৃষ্টি হয়ে যান বাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ওই ব্রীজ ২টির পাশে নতুনভাবে দীর্ঘদিন ধরে ব্রীজ নির্মাণ শুরু করা হয়। বর্তমানে ব্রীজ নির্মাণ সম্পূর্ণ হলেও ব্রীজের মুখে সংসযোগ সড়ক তৈরি করা হয়নি দীর্ঘদিনেও।

পুরোনো ব্রীজ দিযেই চলাচল করতে হচ্ছে ভারী ও ছোট বড় ট্রাক বাসসহ অটো সিএনজি ও  মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন। ওই ব্রীজ ২টির বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।

যেকোন সময় ওই ব্রীজ ২টিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চলাচলকারীরা। তাই দ্রুত নতুন ব্রীজের সংযোগ সড়কের কাজ শেষ করে নতুন ব্রীজ ২টি চালুর দাবি জানিয়েছেন চলাচলকারীরা।

এই বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাসহ চরাচলকারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বায়া তানোর সড়কের বাগধানী ও দুয়ারীর ব্রীজ ২টি পবা উপজেলার মধ্যে হওয়ায় পবা উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।