ঢাকা | জুলাই ৭, ২০২৫ - ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

বড়লেখায় ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

  • আপডেট: Saturday, July 5, 2025 - 7:35 pm

অনলাইন ডেস্ক: মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বাতামোড়াল নামক স্থানে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বড়লেখা থানার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন নিউপাল্লাথল বিওপির সীমান্তবর্তী গ্রামে বাংলাদেশি নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

আজ শনিবার সকালে আটককৃতরা পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করার সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আনুমানিক ১ হতে ৬ মাস পূর্বে কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান।  তারা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র: বাসস