ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৮:০৪ পূর্বাহ্ন

ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম রাকাব

  • আপডেট: Saturday, July 5, 2025 - 12:48 am

স্টাফ রিপোর্টার: ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রথমস্থান অর্জন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

গত বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পুরস্কার তুলে দেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

Hi-performance fast WordPress hosting by FireVPS