ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে বেড়েছে সবজির দাম

  • আপডেট: Saturday, July 5, 2025 - 1:10 am

স্টাফ রিপোর্টার: টানা বর্ষণের কারণে রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। এছাড়া বেড়েছে ডিম ও মুরগির দাম। চালের বৃদ্ধিপ্রাপ্ত দাম স্থিতিশীল রয়েছে।

রাজশাহী মহানগরীসহ এর উপকণ্ঠের হাট-বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে টানা বর্ষণে সরবরাহ কমায় সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার প্রতিকেজি আলু ২২ থেকে ২৫, বেগুন ৬০/৭০, পটল ৩০, ঢেড়স ৩০, শশা ৪০, মিস্টি কুমড়া ৩০, প্রতিপিস লাউ ২৫ থেকে ৩০, চাল কুমড়া ৩০, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০, পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে মাছের দাম আরেকদফা বেড়েছে। গতকাল প্রতিকেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০, খাসির মাংস ৯০০  থেকে ১১ শো টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি ছোটমাছ ৩শ’ থেকে ৪শ’, সিলভার কার্প ১৬০ থেকে ১৮০, পাঙ্গাস ১৮০ থেকে ২৪০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৭০, সোনালী ২৮০ থেকে ৩শ’, দেশি মুরগি ৪৫০ থেকে ৫শ’ টাকায় বিক্রি হয়েছে। গতকাল প্রতিহালি সাদাডিম ৩৬ থেকে ৩৮ এবং লালডিম ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল নগরীর কুমারপাড়ার চালের আড়তগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল পাইকারি বাজারে প্রতিকেজি গুটিস্বর্না ৫০, পারিজা/ লালস্বর্না ৫৮ থেকে ৬০, আটাশ নতুন ৭০, পুরাতন ৭৫, মিনিকেট নতুন ৮০, পুরাতন ৮৫, নাজির শাইল ৯০ টাকায় বিক্রি হয়েছে। সাহেব বাজারের খুচরা চাল বিক্রেতারা জানান, গতকাল খুচরা বাজারে প্রতিকেজি গুটিস্বর্না ৫২, পারিজা/ লালস্বর্না ৬০ থেকে ৬২, আটাশ নতুন ৭২, পুরাতন ৭৭, মিনিকেট নতুন ৮২, পুরাতন ৮৭, নাজির শাইল ৯০ থেকে ৯২ টাকায় বিক্রি হয়েছে।