ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট: Saturday, July 5, 2025 - 1:08 am

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা হয়ে গেলেও তার লাশ হস্তান্তর করেনি বিএসএফ। একইদিন সকাল সাড়ে ৯টায় উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৬নং পিলার সংলগ্ন সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নিতপুর ইউনিয়নের রোদগ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম ভারতীয় সীমান্তের ভেতরে গরু চড়াতে যান। এসময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। তারা (বিএসএফ) গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে।