সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তৌসিফ মাহবুব

অনলাইন ডেস্ক: বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেতা তৌসিফ মাহবুব। র্যাম্পের মধ্য দিয়েই শোবিজে তার যাত্রা শুরু। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান।
এরপর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন সমানতালে। নাটকের পাশাপাশি ‘চক্র’ নামে একটি ওটিটি কনটেন্টেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করলেও, সিনেমায় দেখা যায়নি তাকে। এবার সেই খরাও কাটছে। সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেভাবেই নিচ্ছেন প্রস্তুতি।
তৌসিফ বলেন, ‘সবারই ইচ্ছা থাকে সিনেমায় অভিনয় করার। আমারও আছে। বড় কাজ করতে হলে নিজেকে তৈরি করতে হয়। তাই নিজেকে প্রস্তুত করছি। আমি দীর্ঘদিন ধরেই অভিনয় করছি, নিজেকে সেভাবেই গড়ে তুলছি। বড় কাজ অনুশীলনে আনার জন্য একটি কাজের পেছনে অনেকদিন সময় দিতে হয়।
সাম্প্রতিক সময়ে দেখবেন যে, আমার অভিনীত নাটকগুলো বেশ বড় ক্যানভাসে হচ্ছে। একটি নাটক ১৩ থেকে ১৪ দিন সময় নিয়ে করছি। এ ছাড়া আমার প্রায় নাটক ৭-১০ দিন সময় নিয়েই শুটিং করি।’