ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ৯:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ড্যাব’র রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত

  • আপডেট: Friday, July 4, 2025 - 12:05 am

স্টাফ রিপোর্টার: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ড্যাব এর সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ড্যাব রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডাক্তার মোফাক্করুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিখ সাবু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামা মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক রিমন আলী।

এছাড়াও ড্যাব এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার এ কে এম গোলাম কিবরিয়া ডন, প্রফেসর ডাক্তার লুৎফর রহমান অপু, প্রফেসর সুজন আল হাসান, ডাক্তার আবুল হাসনাত ডাবলু, ডাক্তার মাহমুদুল হাসান অনিক ও ডাক্তার সমুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Hi-performance fast WordPress hosting by FireVPS