ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ১১:২২ অপরাহ্ন

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় ইজিবাইকের নারী যাত্রী নিহত

  • আপডেট: Friday, July 4, 2025 - 4:10 pm

অনলাইন ডেস্ক: জেলায় পিকআপের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক ইজিবাইকের নারী যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মণ্ডলের মেয়ে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে ইজিবাইকে করে ঝিনাইদহ যাচ্ছিলেন মনোয়ারা খাতুন। ইজিবাইকটি আমতলা বাজার সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখী দ্রুতগামী পিকআপটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী মনোয়ারা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বাসসকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS