ঢাকা | জুলাই ২৭, ২০২৫ - ৮:১৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর ‘কথিত’ সাংবাদিক জুলু গ্রেপ্তার, প্রেসক্লাব থেকে অব্যাহতি

  • আপডেট: Friday, July 4, 2025 - 1:01 am

স্টাফ রিপোর্টার: মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় সংঘবদ্ধ হামলা, ছিনতাই ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় ১৫ মামলার আসামি ‘কথিত’ সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- নজরুল ইসলাম জুলু (৫১), নাজমুল ইসলাম জিম (২৭) ও মনা ইসলাম (২৮)। জুলু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার নজির শেখ ড্রাইভারের ছেলে এবং জুলুর ছেলে নাজমুল ইসলাম। মনা একই এলাকার আনসার আলীর ছেলে।

এদিকে, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় রাজশাহী প্রেসক্লাবের সকল পদ থেকে নজরুল ইসলাম জুলু ও নাজমুল ইসলাম জিমকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনকে রাজশাহী প্রেসক্লাবের ‘ভারপ্রাপ্ত’ সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

জুলুকে গ্রেপ্তারের ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার সিয়ামের সাথে পূর্ব শত্রুতার জেরে গত ১ জুলাই বিকাল ৫টায় বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় আপস মীমাংসার বৈঠক চলছিল। আপস মীমাংসার এক পর্যায়ে আসামিরা সিয়াম ইসলামের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়।

তাকে গলা চেপে ধরে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও আসামিরা তার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য আসামিরা ২,৪০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের রূপার চেইন ছিনিয়ে নেয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলির ভয়ে তিনি নিকটবর্তী ভবনে আশ্রয় নেন। এলোপাথাড়ি গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘেরাও করতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দাখিল করে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই রাত সাড়ে ১০টায় টিকাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, ধর্ষণ, জুয়া ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। জানা যায়, নজরুল ইসলাম জুলু এলাকায় অবৈধ প্রভাব বিস্তারকারী হিসেবে পরিচিত এবং তার ছত্রছায়ায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে।

এছাড়াও জুলুর নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখলসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর নামে বিভিন্ন অপরাধে ১৫টি, তার ছেলে জিমের নামে ২টি এবং মনার নামে ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।