ঢাকা | জুলাই ৩, ২০২৫ - ২:৪৬ অপরাহ্ন

শিরোনাম

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Thursday, July 3, 2025 - 1:18 am
dead

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের জমির মাঠে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল হোসেন শিবরামপুর গ্রামের মৃত আলমের  ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল প্রতিদিনের মতো গতকালও সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। কাজ শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে জমির আইল পাঁয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা রাসেল ভাইপার সাপ তার পায়ে ছোবল মারে।

এসময় সাপের কামড় খেয়ে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত বাড়িতে এসে পরিবারকে বিষয়টি অবহিত করেন। স্বজনরা তাৎক্ষণিকভাবে দ্রুত তাকে মাইক্রোবাস যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়।

নিহত ইসমাইল দুই সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, গ্রামে রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল।

তারা এ ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে এলাকায় সাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ হিসেবে পরিচিত। এটি কামড়ালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে থাকে।

Hi-performance fast WordPress hosting by FireVPS