শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন ইউএনও

তানোর প্রতিনিধি: বর্ষা মৌসুমে বৃক্ষরোপণকে কাজে লাগাতে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান শিক্ষার্থীদের হাতে এক হাজারের বেশি গাছের চারা তুলে দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ৩টায় তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২শ ৬০ শিক্ষার্থীর হাতে ফলজ, ওষুধিসহ নানা প্রজাতির চারাটি করে গাছের তুলে দেন তিনি।
এসময় উপজেলা বন কর্মকর্তা একেএম সারোয়ার জাহান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষিকা রেবেকা খাতুন বলেন, তানোরে এর আগে কোনো ইউএনও এমন উদ্যোগ নেননি। শিক্ষার্থীরা চারাটি রোপণ ও পরিচর্যার প্রতিশ্রুতি দিয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন, বরেন্দ্র অঞ্চলে গাছের সংখ্যা কম। তাই এ উদ্যোগ নিয়েছি। আমি নিজেও গাছ লাগাতে ভালো বাসি। তানোরের অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এভাবে চারা বিতরণ করা হবে বলেও জানান তিনি।