রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। একইসঙ্গে অপহরণের মূলহোতা বিশালকে (২৪) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে তারা।
গত মঙ্গলবার রাতে নগরীর কাশিয়াডাঙা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিশালকে গ্রেপ্তার করা হয়। বিশাল ওই এলাকার মৃত আলমের ছেলে।
র্যাব সূত্র জানায়, কাটাখালী এলাকার স্থানীয় একটি স্কুলে পড়তো অপহরণের শিকার ছাত্রী। ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করে সাড়া পায়নি বিশাল। এরপর থেকে ছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছিল তিনি। গত ২৪ জুন সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী।
পথিমধ্যে তার পথরোধ করে বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন। এ ঘটনায় গত ২৬ জুন কাটাখালী থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র্যাব-৫ এর একটি দল অভিযানে নামে।
অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা বিশালকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারী বিশালকে কাটাখালী থানায় সোপর্দ ও আদালতের মাধ্যমে স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।