ঢাকা | জুলাই ২৭, ২০২৫ - ৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম

ট্রাইব্রেকারে গোলে চ্যাম্পিয়ন মান্দা সদর, রানারআপ কুসুম্বা

  • আপডেট: Thursday, July 3, 2025 - 11:18 pm

মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মান্দা সদর ইউনিয়ন পরিষদ একাদশ।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার বড়পই জাগরনী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে দলটি ৪-২ গোলে পরাজিত করে কুসুম্বা ইউনিয়ন একাদশকে। ৮০ মিনিটের রোমাঞ্চকর এই খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। পুরো খেলায় দুদল একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। অতিরিক্ত খেলাও গোলশূন্য থাকে।

পরে ট্রাইব্রেকারে মান্দা সদর ইউনিয়ন একাদশ ৪-২ গোলে শেষ মুহূর্তে  মান্দা সদর ইউনিয়ন একাদশের খেলোয়াড় সোহাগ পেলান্টি থেকে জয়সূচক গোলটি করেন। খেলা শেষে বিজয়ী ও রানাআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।