ঢাকা | জুলাই ৩, ২০২৫ - ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, July 3, 2025 - 1:22 am

স্পোর্টস ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে গতকাল বুধবার আরএমপি লাইন্স মাঠে এক প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়।

এ ম্যাচে বিভাগীয় কমিশনার ভলিবল টিম বনাম পুলিশ কমিশনার ভলিবল টিম অংশগ্রহণ করে। বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত থেকে ভলিবল ম্যাচের উদ্বোধন করেন।

খেলায় পুলিশ  কমিশনার ভলিবল টিম ২-০ সেটের ব্যবধানে চ্যাম্পিয়ন  হবার গৌরব অর্জন করে এবং বিভাগীয় কমিশনার ভলিবল টিম রানার্স আপ হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, রাজশাহী আফিয়া আখতার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম।

এছাড়া বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ও আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে এই প্রীতি ম্যাচ উপভোগ করে।

Hi-performance fast WordPress hosting by FireVPS