স্কুলের সামনেই ময়লার ভাগাড়

রাণীনগর (নওগা)ঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুনাম খ্যাত বিদ্যাপিট রাণীনগর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। পাশেই রয়েছে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই দুই প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশ দিয়ে বয়ে গেছে পানি নিস্কাশনের ড্রেন। দীর্ঘ সময় ধরে এই ড্রেন পরিস্কার না করায় পানি চলাচলের বাধা সৃষ্টি করে।
ফলে অল্প বৃষ্টিপাতেই থানার গেট থেকে শুরু করে কৃষি ব্যাংক পর্যন্ত বৃষ্টি নামলে হাঁটু পানি জমে যায়। স্কুল চলাকালীন সময়ে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সড়কে চলাচলরত জন সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। সাথে যোগ হয়েছে উচ্চ বিদ্যালয়ের পাশে স্থাপিত জেলা পরিষদের অডিটোরিয়াম।
বিবাহ কিম্বা কোন রাজনৈতিক কর্মসূচির খাওয়া-দাওয়া শেষে ওয়ান টাইম গ্লাস-প্লেট ও অন্যান্য ময়লা আবর্জনা স্কুলের পার্শ্বে ও ড্রেনে ফেলে দেয়ার কারণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
দীর্ঘ সময় ধরে পরিস্কার পরিচ্ছন্ন না করায় পচে গন্ধ ছড়িয়ে পরিবেশের ভারসম্য নষ্ট করছে। তীব্র দুর্গন্ধে কারণে কোমলমতি শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে হাই স্কুলের দেয়ালের পাশে ময়লার ভাগার দুর্গন্ধ ছড়িয়ে এই সড়ক দিয়ে চলাচলরত জন সাধারণকে বিষিয়ে তুলছে। এ যেন দেখার কেউ নেই।
স্থানীয়রা বলছে অডিটোরিয়ামের ময়লা ছাড়া ও আশপাশের বসতবাড়ি থেকে প্রতিদিন গৃহস্থালি ময়লা, বর্জ্য এখানে ফেলে রাখা হয়। উপজেলার বাজার এলাকায় নিদৃষ্ট কোন ময়লা ফেলার জায়গা না থাকায় এলাকাবাসী এই জায়গায় ময়লা ফেলার জন্য বেছে নিয়েছে।
দুগন্ধের কারণে স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীরা দুর্গন্ধ থেকে বাচতে নাকে মুখে কাপড় চেপে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে।
দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আলী জানান, এখানে ময়লা রাখার কারণে গন্ধ ছড়ায়। স্কুলে প্রবেশ করতে নাক চেপে ধরে আসতে হয়। ক্লাস রুমে ও দুর্গন্ধের কারণে নাকে রুমাল চেপে ক্লাস করতে হয়।
রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা বলেন, আমার বিদ্যালয়ের পার্শ্বে ময়লার ভাগাড় থেকে দুগর্ন্ধের কারণে ছাত্র-ছাত্রীদের চরম অসুবিধে হয়। পরিবেশ সুন্দর রাখতে ময়লার ভাগাড় অপসারণ করে এই স্থানে কেউ ময়লা ফেলতে না পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন জানান, স্কুল দুটো আমার পরিষদের পাশেই। হাই স্কুলের দেওয়ালের সামনে ময়লার ভাগাড়ের কারণে গন্ধ ছড়ায়।
ফলে সবারই এই রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে প্রতি বছরই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ময়লার ভাগাড়গুলো পরিস্কার করা হয়। এবারও করা হবে। তবে পরিচ্ছন্নতা কর্মী না থাকায় বিলম্বিত হচ্ছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিবো।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান জানান, ইতিমধ্যে বিষয়টি আমার নজরে এসেছে। পরিবেশের ভারসম্য রক্ষায় এই ময়লার ভাগাড় পরিস্কার করার জন্য ইতিমধ্যেই রাণীনগর বাজার বণিক সমিতির সাথে কথা হয়েছে। প্রয়োজনীয় আমার পরিষদ থেকে উদ্যোগ নেয়া হবে।