ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ১:৪৫ অপরাহ্ন

মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট: Thursday, July 3, 2025 - 12:33 am

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট পৌর যুবদলের সদস্য রায়হানুর ইসলাম রকি, হাবিব ও জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার উদ্যোগে এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের অন্তর্গত ‘গোপইল সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে কেশরহাট পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের অন্তর্গত গোপইল গ্রামের ভেতর দিয়ে পৌর এলাকার ইসলাবাড়ি গুচ্ছগ্রাম পর্যন্ত যে সরকারি রাস্তাটি রয়েছে, সেই রাস্তার দুই ধারের ফাঁকা স্থানগুলোতে প্রায় ৩০০টি বিভিন্ন জাতের ফলস ও কাঠের চারা গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কেশরহাট ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, কেশরহাট পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Hi-performance fast WordPress hosting by FireVPS