ঢাকা | জুলাই ৪, ২০২৫ - ১২:৩১ অপরাহ্ন

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট: Thursday, July 3, 2025 - 12:21 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় কুবেদ আলী (২৫) নামে এক গরু চোর ও সাইজুল ইসলাম (৩০) এবং মিলন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

আটককৃত কুবেদ কালাইবাড়ি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে এবং সাইজুল সাপাহার উপজেলার গোয়ালা (কয়েন্দা) গ্রামের কুদ্দুস আলী ও মিলন খোট্টাপাড়া (হাড়িপাড়া) গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে।

এদের মধ্যে কুবেদকে কালাইবাড়ি মহিলা মাদ্রাসা এলাকা থেকে এবং মাদক ব্যবসায়ী দুজনকে পোরশা উপজেলার বাদকয়েন্দা এলাকার একটি সোলার পাম্প সেড থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

এসময় তাদের কাছে মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে ও আটককৃতদের জেল হাজতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন পোরশা থানার ইনচার্জ আবু বকর সিদ্দিক।

Hi-performance fast WordPress hosting by FireVPS