ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, July 2, 2025 - 1:23 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গত সোমবার রাতে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বুলবুল।

পরবর্তীতে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে সে। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে পরিবার। মামলার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছিল র‌্যাব।

সোমবার রাতে নগরের আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS