রাণীনগরে মাদকসেবী তিন জনের কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহর রাত সাড়ে ১২টায় উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) শেখ নওশাদ হাসান।
আদালতের বিচারক শেখ নওশাদ হাসান জানান, মাদক সেবন করে মাতাল হয়ে হাতুড়ি, স্লাইরেঞ্জ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় গতকাল মঙ্গলবার প্রথম প্রহর রাত সাড়ে ১২টা নাগাদ রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নওগাঁর আত্রাই উপজেলার ভরতেতুঁলিয়া গ্রামের দুলাল চন্দ্রের ছেলে দুর্জয় চন্দ্র (২০), একই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আশিকুর রহমান (২৬) ও বাচ্চু আলীর ছেলে মানিক হোসেনকে (২৬) হাতে-নাতে ধরা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের দায়ে তিন জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।