ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

মাদক বিক্রিতে বাধা দেয়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে গুলি

  • আপডেট: Wednesday, July 2, 2025 - 12:22 am

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে গুলি করেছে কারবারিরা। গত রোববার দিনগত রাতে শহরের পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, ওই এলাকায় আলেয়া খাতুন (৪০) ও তার মা বুলবুলি বেগম (৬৫)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ আলেয়া খাতুন জানান, বস্তিপাড়া এলাকায় আসাদুল ও হেলাল মাদক বিক্রি করেন। আমি তাদের একাধিকবার নিষেধ করি। এনিয়ে বিরোধ চলছিল।

রোববার গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে আসাদুল ও হেলালসহ পাঁচজন এসে বাড়িতে হামলা চালায়। এসময় তারা গুলিবর্ষণ করলে আমার ও আমার মায়ের গায়ে গুলি লাগে।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আফজাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীরা এ ঘটনায় আসাদুল, হেলালসহ পাঁচজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুর নূর জানান, গুলিবিদ্ধ মা-মেয়েকে হাসপাতালে চিকিৎসাধীন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS