নওগাঁর আম পৌঁছে গেল কাতারের মেলায়

নওগাঁ প্রতিনিধি: কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া প্রথম বাংলাদেশি আম মেলায় ব্যাপক সাড়া ফেলেছে নওগাঁর সাপাহারের আম। সুক ওয়াকিফ মার্কেটে গত ২৫ জুন থেকে শুরু হওয়া এ মেলা চলবে আজ ১ জুলাই পর্যন্ত।
মেলায় উত্তরের কৃষি প্রধান জেলা নওগাঁর সাপাহার উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা ও বরেন্দ্র এগ্রো পার্কের পরিচালক সোহেল রানা একমাত্র আম চাষি হিসেবে অংশগ্রহণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মেলায় কাতারি, বাংলাদেশি ও বিভিন্ন দেশের ভোক্তাদের ব্যাপক আগ্রহে মাত্র পাঁচ দিনেই তার স্টলের প্রায় সব আম বিক্রি হয়ে যায়।
এতে বাংলাদেশের আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। সেই সঙ্গে আম প্রেমীদের মাঝেও নওগাঁর সুস্বাদু আমের প্রতি আগ্রহ বেড়েছে।
বিষয়টি নিয়ে কথা হলে সোহেল রানা বলেন, এ মেলার ধারাবাহিকতা কামনা করছি। মেলায় একমাত্র আম চাষি হিসেবে স্টল নিয়ে আম বিক্রি ও নওগাঁ তথা দেশি আমের ব্র্যান্ডিং করছি। মেলা শুরুর পর থেকে প্রবাসী বাংলাদেশি, কাতারি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানিসহ নানা দেশের ক্রেতারা এক প্রকার হুমড়ি খেয়ে পড়েন।
আলহামদুলিল্লাহ সাত দিনের মেলার পাঁচ দিনে প্রায় সব আম বিক্রি হয়ে গেছে। অসাধারণ এই আম মেলা আয়োজনের জন্য কাতারে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পিডি আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই উচ্ছ্বসিত ও সৌভাগ্যবান মনে করছি। নওগাঁর আম ও পণ্যগুলো ছড়িয়ে যাক সারা বিশ্বে এমনটাই প্রত্যাশা করছি।