ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

ডেঙ্গু রোধে এডিস মশার বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণ করা এখনই জরুরি

  • আপডেট: Wednesday, July 2, 2025 - 12:28 am

সম্পাদকীয়

রাজধানী ঢাকায় এডিস মশার বিস্তার এবং ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি যে মাত্রায় পৌঁছেছে, তা আর হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সম্প্রতি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রকাশিত কীটতাত্ত্বিক জরিপ অনুযায়ী, ঢাকার ৫৮ দশমিক ৮৮ শতাংশ বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে-যা আগের বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

এই পরিসংখ্যান কেবল উদ্বেগজনকই নয়, বরং স্পষ্টভাবে একটি জনস্বাস্থ্য সঙ্কটের ইঙ্গিত দেয়। রাজধানীর দুই সিটি করপোরেশনের অনেক ওয়ার্ডেই মশার ঘনত্ব ডেঙ্গু সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রা ছাড়িয়েছে।

এর মধ্যে অন্তত ১৩টি ওয়ার্ডকে বিশেষভাবে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ প্রতিবার ডেঙ্গু মৌসুম শুরু হলে আমরা কিছুদিনের জন্য সচেতন হই, অভিযান চালাই, সংবাদমাধ্যমে সরব হই-পরে আবার তা থেমে যায়। ফলাফল হিসেবে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ঢাকার বাইরেও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঝিনাইদহ, মাগুরা, পটুয়াখালী ও পিরোজপুরে এডিস মশার উপস্থিতি আশঙ্কাজনক। ঝিনাইদহ শহরে ব্রুটো ইনডেক্স ৬০ ছাড়িয়েছে, যা ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। মাগুরা ও পিরোজপুরে ১০০ শতাংশ ভেক্টর হিসেবে এডিস অ্যালবোপিকটাস পাওয়া গেছে।

প্লাস্টিক ড্রাম, খালি দইয়ের পাত্র বা বাস্কেটের মতো গৃহস্থালি সামগ্রীই এখন এডিসের প্রজননস্থল হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে যৌথ দায়িত্ববোধ ও কার্যকর উদ্যোগ জরুরি। শুধুমাত্র সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান নয়-প্রতিটি নাগরিককে ঘরের আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।

একইসাথে প্রয়োজন সার্বক্ষণিক নজরদারি, গবেষণা এবং সময়োপযোগী পদক্ষেপ। বিশেষ করে যেসব এলাকায় লার্ভার উপস্থিতি বেশি, সেখানে নিয়মিত ফগিং, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়-এটি এখন এক ভয়াবহ স্বাস্থ্য হুমকি। তাই অবহেলা নয়, সময়মতো সঠিক সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণ করা এখনই জরুরি। নয়তো প্রতিবারের মতো এবারও আমরা মৃত্যু ও দুর্ভোগের মাশুল দিতে বাধ্য হবো।

Hi-performance fast WordPress hosting by FireVPS