ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম

জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের স্মরণে নগরীতে আলোচনা ও দোয়া মাহফিল

  • আপডেট: Wednesday, July 2, 2025 - 1:14 am

স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের স্মরণে রাজশাহীতে জায়ামাতে ইসলামী, সিটি কলেজ ছাত্রদল এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর শিরোইলের পূবালী মার্কেটে জুলাই বিপ্লবে শহীদ ও পুঙ্গতবরনকারী বীরদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শহীদ আলী রায়হান, সাকিব আনজুমকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করা হয়। জুলাই গণঅভ্যুত্থান সকল শহীদকে স্মরণ করা হয়। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।

রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল তার বক্তব্যে বলেন, এখন জুলাই আন্দোলনের নতুন নতুন মাস্টামাইন্ড বের হচ্ছে। অথছ তারা মাঠেই ছিলোনা। যারা বলেছিলো আন্দোলনের সাথে সম্পর্ক নাই বলে ঘোষণা করেছিলো তারা এখন বড় অন্দোলনের স্টেক হোল্ডার। কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দল গুলো এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারিনা।

রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বানিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, মহানগর সুরা, সদস্য হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী -৩ আসনের এম.পি প্রার্থী আবুল কালাম আজাদ, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট প্রমুখ।

সিটি কলেজ ছাত্রদল

জুলাই-আগস্ট-২৪ গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে বাদ আসর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও মতিহার থানা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, তাজুল ইসলাম রাজু, রাজন,মশিউর রহমান লিওন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আক্তারুল ইসলাম আপন, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌকির জামিল অর্ক, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ, কামরুজ্জামান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আরাফ নূর প্রমুখ।

রুয়েটে দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকসহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS