ঢাকা | জুলাই ৩, ২০২৫ - ৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

  • আপডেট: Wednesday, July 2, 2025 - 7:43 pm

অনলাইন ডেস্ক: জেলার সদর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রব তপদার (৬০) ও সায়েম তপদার (২৩) নামের দুইব্যক্তির মৃত্যু হয়েছে। তারা দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলায় শাহমাহমুদপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রব তপদার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাকুরি অবসরপ্রাপ্ত কর্মচারি এবং তার ছোটছেলে মৃত সায়েম তপদার স্থানীয় শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কদ্দিপাঁচগাঁও গ্রামে বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যান। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকেন। খবর পেয়ে আব্দুর রব তপদারের ছেলে সায়েম আসেন তার বাবাকে উদ্ধার করতে।

একপর্যায়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে, স্থানীয়রা আব্দুর রব তপদার ও তার ছেলে সায়েম তপদারকে বিল থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS