ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

উত্তরা মোটর্সের নতুন সেন্টার উদ্বোধন

  • আপডেট: Wednesday, July 2, 2025 - 12:17 am

প্রেস বিজ্ঞপ্তি: সুজুকি প্রাইভেট কার গ্রাহকদের সুবিধার্থে উত্তরা মোটর্স লিমিটেড এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে সুজুকি প্রাইভেট কারের নতুন প্রিমিয়াম এক্সপেরিয়েন্স সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এই সেন্টারটি উদ্বোধন করা হয়।

মারুতি সুজিকি ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে ইয়াসুহিকো হিরোসে, এক্সিকিউটিভ অফিসার এবং অনিল কুমার সাইনি, ডিভিশনাল ম্যানেজার এবং উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ও ব্যবসায়িক পরিকল্পনা বিভাগের পরিচালক নাঈমুর রহমান যৌথভাবে সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টারের শুভ উদ্বোধন করেন।

এসময় উত্তরা মোটর্সের শীর্ষ কর্মকর্তারা, সুজুকি গাড়ির গ্রাহক, বিশিষ্ট অতিথিএবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। যা বাংলাদেশের অটোমোটিভ খাতে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।

সুজুকির এই প্রিমিয়াম এক্সপেরিয়েন্স সেন্টার গ্রাহকসেবার নতুন মানদন্ড স্থাপন করেছে। এটি একটি ইন্টারঅ্যাকটিভ শোরুম, যেখানে সুজুকির সর্বশেষ মডেল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের একটি ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা প্রদান করা যাবে।

ইয়াসুহিকো হিরোসে বলেন, এই সুবিধা বাংলাদেশের জন্য সুজুকি’র পক্ষ থেকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রতিফলনের বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, এটি গ্রাহকদের জন্য ব্র্যান্ড অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। মতিউর রহমান বলেন, সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত আজ বিশ্বমানের ফ্যাসিলিটি চালু করতে পেরে।

এখানে জাপানিজ প্রযুক্তির সুজুকির গাড়িগুলোকে গ্রাহকদের কাছে আরও নতুনভাবে পরিচয় করিয়ে দিবে। ৩১ জুলাই ২৫ পর্যন্ত এই নতুন আউটলেট থেকে ক্রয়কৃত সমস্ত গাড়িতে রয়েছে বিশেষ ক্যাশব্যাক এর সুবিধা।

বর্তমানে বাংলাদেশে সুজুকির গাড়ির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রিমিয়াম সেডান ঝুঁঁশর ঈরধু, প্রশস্ত ৭-সিটার গচঠ ঊৎঃরমধ, ৬-সিটার এসইউভি ঢখ৬, সম্পূর্ণ হাইব্রিড এসইউভি এৎধহফ ঠরঃধৎধ এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য উত্তরা মোটর্স লিমিটেড, বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে ১৯৮০ সাল থেকে সুনামের সাথে সময় উপযোগী, আধুনিক প্রযুক্তির নির্ভরযোগ্য ও জ্বালানি সাশ্রয়ী গাড়ি সরবরাহ করে আসছে।

গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উত্তরা মোটর্স সারাদেশে ৮টি শোরুম এবং ১০টি সার্ভিস সেন্টার পরিচালনা করছে, যা গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের বিক্রয় ও বিক্রয়ত্তোর সেবা নিশ্চিত করে আসছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS