ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

সেই রাতের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় কারিনাকে

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 8:05 pm

অনলাইন ডেস্ক: চলতি বছরের শুরুতে পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর দুষ্কৃতকারীর হামলার ঘটনায় থমকে গিয়েছিল বি-টাউন। মধ্যরাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতকারী। চুরিতে বাধা পেয়ে গৃহকর্তাকেই কুপিয়ে আহত করে পালিয়ে যান তিনি। ভয়াবহ সেই রাতের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় কারিনা কাপুরকে।

সম্প্রতি বারখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। বিশেষ করে প্রথম দুই-তিন মাস এত ভয় কাজ করত যে ঘুমাতে পারতাম না। মনে হতো কিছু একটা ঘটে যাবে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি কিছুটা ম্লান হয়, কিন্তু ভিতরে কোথাও সেই ভয় থেকে যায়। যেন কারও মৃত্যু দেখার মতো অনুভূতি।’

নিজে ভয় পেলেও সন্তানদের সামনে সেই ভয় কখনও প্রকাশ করেননি কারিনা। বললেন, ‘ভয়ের মধ্যে বাঁচা যায় না। সেটা বাচ্চাদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমি একদিকে মা, অন্যদিকে স্ত্রী। সাইফের ওপর আক্রমণের পর পুরো পরিবারকে আগলে রাখতে হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞ যে সাইফ বেঁচে আছে।’

সাক্ষাৎকারে কারিনা আরও বলেন, ‘এ ঘটনা আমার ছেলেদের চরিত্র গঠনে প্রভাব ফেলবে। এতদিন তারা খুব সুরক্ষিত জীবন কাটিয়েছে। কিন্তু এখন তারা জানে, জীবন সবসময় নিরাপদ নয়। আমার ছোট ছেলে জেহ এখনও বলে, আমার বাবা আয়রন ম্যান। বাবার কিছুই হতে পারে না। আমাদের কাছে সাইফ সত্যিই আয়রন ম্যান।’

Hi-performance fast WordPress hosting by FireVPS