লালপুরে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে উপকরণ ও সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সহযোগিতা ও উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমাদ শিবলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগী, সাংবাদিক ও সুধীজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত ৫টি হুইলচেয়ার, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ৭টি পরিবারে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক, এডিপি অর্থায়নে ১৩টি সেলাই মেশিন, ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন ও ভেন্ডিং মেশিন, ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ৫টি প্রতিষ্ঠানে ভলিবল সেট, ৫টি প্রতিষ্ঠানে ক্রিকেট সেট, ৬টি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক উপকরণ (হারমনিয়াম, ডুগি ও তবলা) এবং ৩৩টি বাইসাইকেল বিতরণ করা হয়।