ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১০:৪৫ পূর্বাহ্ন

মোহনপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 12:21 am

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাঝে রোপা উফসী আমন বীজ, পিয়াজের বীজ, হাইব্রিড মরিচ, দেশি জাতের তালের চারা, রাসায়নিক সার, আম, নারিকেল, নিম, জাম, কাঁঠাল, লেবুর চারা, বালাইনাশক ও পেয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন সহ বীজ সংরক্ষণ পাত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর-এর আয়োজনে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

এ অনুষ্ঠানে বিনামূল্যে ৮৫০ জন কৃষককের প্রত্যেককে ৫ কেজি রোপা উফসী আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার দেয়া হয়। প্রায়  ৮০ টি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে মোট ৪০০ টি নারিকেল চারা বিতরণ করা হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় ৪০০০ টি নিম, বেল, জাম, কাঠালের চারা বিতরণ করা হয়।

গ্রামীণ রাস্তার ধারে রোপণের জন্য ১৩০ টি তালের চারা ও বেড়া বিতরণ করা হয়। হাফেজিয়া ও কওমি মাদ্রাসা এবং  বিভিন্ন কৃষক গ্রুপের মাঝে ১০০ প্যাকেট সবজির বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়। ৩০ জন চাষীর মাঝে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

পেয়াজ সংরক্ষণের জন্য ১০ জনকে এয়ারফ্লো মেশিন প্রদান করা হয়। ২৫০ জন চাষীর মাঝে গ্রীষ্মকালীন পেয়াজ বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়। বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব ও প্রতিষ্ঠানে ৫ টি করে ২৫০ টি উন্নতমানের বিভিন্ন জাতের আমের চারা বিতরণ করা হয়।

পুষ্টির চাহিদা পূরণে ৫০ টি মহিলা কৃষক গ্রুপের মাঝে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয় এবং পেয়াজ বীজ উৎপাদনের জন্য ৩০ জন চাষীকে পেয়াজ কন্দ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি পটাশ,  বালাইনাশক  ও ১ টি বীজ সংরক্ষণ পাত্র প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খন্দকার সাগর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম শামিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সঈদ আলী রেজা, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS