ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১০:৩৭ পূর্বাহ্ন

পবার সিন্দুর কুসুম্বি মাদ্রাসার সভাপতি হলেন রেজাউল

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 1:23 am

প্রেস বিজ্ঞপ্তি: পবা উপজেলার সিন্দুর কুসুম্বি নামোপাড়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক রেজাউল করিম।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সম্প্রতি তাঁকে এই পদে মনোনয়ন দিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক বিজ্ঞপ্তিতে গত ২৩ জুন এই নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

নবগঠিত এই কমিটিতে অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম কাওসার এবং অভিভাবক সদস্য মাইনুল ইসলাম। পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্বে থাকবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে রেজাউল করিম বলেন,“এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য আমি কাজ করতে চাই। শিক্ষক-অভিভাবকসহ এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মাদ্রাসাটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

Hi-performance fast WordPress hosting by FireVPS