ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে সড়কের কাজে নানা অনিয়মের অভিযোগ, কাজে বাধা এলাকাবাসীর

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 11:59 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপুর ইউনিয়নের খাকরাটোলার মোড় পর্যন্ত ১৬ কোটির অধিক টাকা ব্যয়ে প্রায় ১৩ কিলোমিটার রাস্তা পুননির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, কাজ নিয়ম অনুযায়ী চলছে। সরজমিনে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে দেখা গেছে, রাস্তায় বিটুমিন না দিয়েই পিচ দেয়ার কাজ শুরু করলে স্থানীয় জনগণ কাজে বাধা দেয়।

নামো চকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাসুম, মুকুল, তারিক দুলাল উদ্দিন, পারুল বেগম ও মেরিনা বেগমসহ প্রায় ৫০ জন নারী-পুরুষ বলেন, রাস্তা ভালভাবে করার জন্য আমরা বারবার অনুরোধ করেও আমাদের কথায় কর্নপাত না করায় বাধ্য হয়ে কাজে বাধা দিয়েছি। রাস্তায় বিটুমিন না দিয়েই পিচ দিচ্ছে।

এভাবেই প্রায় ৭ কিলোমিটার রাস্তায় পিচ দেয়ার কাজ শেষ করেছে। আমাদের দাবি- রাস্তায় বিটুমিন না দিয়েই যতটুকু রাস্তায় পিচ দেয়া হয়েছে তা উঠিয়ে ফেলে পুনরায় বিটুমিন দিয়ে পিচ দিতে হবে। শুধু তাই নয়, অন্যান্য ক্ষেত্রে যা অনিয়মের মাধ্যমে রাস্তার কাজ করা হয়েছে তা সঠিকভাবে করে দিতে হবে।

তারা আরও বলেন, কয়েকজন গণমাধ্যমকর্মী রাস্তার কাজে অনিয়মের ছবি তোলার সময় ঠিকাদারের প্রতিনিধি শাহীন আলম তাদের মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন।

এ সময় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ আমরা তার এ কাজে বাধা দিলে শাহীন আলম সরে যান। সরজমিনে আরও দেখা গেছে, উপর চকপাড়া গ্রামের ত্রিমোহনী জামে মসজিদ থেকে দক্ষিণে রফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রশস্তকরণের জটিলতায় প্রায় ৭০০ মিটার রাস্তার কাজ বন্ধ আছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

তাছাড়া মাঝে মাঝে রাস্তা ভেঙে গেছে। ছোট ছোট ভাঙা কালভাটগুলো এখনো পুননির্মাণ করা হয়নি। ওপর চকপাড়া গ্রামের ত্রিমোহনী মসজিদের সামনে থেকে ব্রীজ পর্যন্ত রাস্তার দুদিকে রাস্তার পাশ ঘেঁষে নিচু হলেও কোন সীমানা প্রাচীর নেই।

রাস্তার কয়েক স্থানে পানি জমে থাকায় স্থানীয়দের চাপে পুনরায় উঁচু করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাস্তার মাঝে প্রায় ১০-১২ গাছ আছে।

এ ব্যাপারে ঠিকাদার আব্দুল মান্নান বলেন, বিটুমিন না দিয়ে রাস্তায় পিচ দেয়া প্রশ্নই উঠে না। তবে সেটা দেয়ার পর বৃষ্টি হওয়ায় অনেকটা ধুয়ে গেছে। তাই হয়তো চোখে পড়ে না।

১৩ কিলোমিটার রাস্তায় মোট চারটি ছোট ছোট কালভাট ভেঙে গেছে। সেগুলো পুননির্মাণ করা হবে। তবে এটা দেরিতেও করা যায়। শাহবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যানের বাড়ির সামন থেকে দক্ষিণে প্রায় ৪২০ মিটিার রাস্তা প্রশস্থকরণে জটিলতায় কাজ বন্ধ আছে। শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, রাস্তার মধ্যে গাছ কাটার এখতিয়ার আমাদের নেই। বন বিভাগকে জানানো হয়েছে। টেন্ডারের মাধ্যমে গাছগুলো কেটে নেয়া হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। শিগগির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS