রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।
এদিন সকাল ১০টায় রাবি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান বৃক্ষরোপণ করেন।
এরপর এক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপ-উপাচার্যদ্বয়সহ পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর গোলাম মোস্তফা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেয়। বেলা ১১টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবসের সেমিনার।