ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৬:২৭ পূর্বাহ্ন

ভোলাহাটে ফলের চারা ও সার বিতরণের উদ্বোধন

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 12:35 am

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বিভিন্ন ফলের চারা ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণের উদ্বোধন ও আলোচনা সভা তাদের দপ্তরের সামনের প্রাঙ্গণে সোমবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সার্বিক তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, আরডিও সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমীর শেখ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহ্ জালাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী (অতিরিক্ত দায়িত্ব)। উপ-সহকারী কৃষি অফিসার (উদ্ভিদ) আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী ইউনিয়ন কৃষি অফিসার সৈয়দ সাগর আলী, আবুল কাশেম, মাশিরুল ইসলাম ও আব্দুল ওয়াহিদসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, স্থানীয় প্রেসমিডিয়া ও স্যোশালমিডিয়ার সাংবাদিকগণ।

Hi-performance fast WordPress hosting by FireVPS