ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৬:২৩ পূর্বাহ্ন

নাচোলের ঐতিহ্যবাহী সুতিহার দিঘির লিজ বাতিলের দাবিতে একাট্টা গ্রামবাসী

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 12:01 am

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি খাস পুকুরের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নাচোল উপজেলার বরেন্দা গ্রামের ভুক্তভুগী নারী-পুরুষরা।

সোমবার দুপুরে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে গ্রামের জনসাধারণের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব আতাউর রহমান মাস্টার, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রী বিচিত্রা তীর্কি, পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় যুব সংহতির সদস্য সহিদুল ইসলাম, বরেন্দা গ্রামের নূরনবী মাস্টার ও বরেন্দা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য তাজউদ্দীন ফটিক।

বক্তরা বলেন, বরেন্দা মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ২৫৪ নং দাগের প্রায় ৩০ বিঘা আয়তনের দিঘিটি নাচোল উপজেলার নেজামপুর ইউপির বরেন্দা গ্রামের ঐতিহ্যবাহী ‘সুতিহার দিঘি’ টি মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূল লিজ নিয়ে দীর্ঘদিন যাবত বরেন্দা গ্রামের মুসলিম সম্প্রদায়ের মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির, শ্মশানের উন্নয়ন এবং বিবাহ ও মৃত্যুতে ওই দিঘিতে মাছ চাষ করে যৌথভাবে বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার করে আসছিল।

এমনকি এই ‘সুতিহার দিঘি’ দিঘি ঘিরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী নিয়ে পারস্পারিক এক সম্প্রীতির শক্ত অবস্থান গড়ে উঠে। তাই আশপাশের বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে এই সম্প্রীতির বরেন্দা গ্রামের কৃষ্টি ক্যালচার দেখার ছুেেট আসেন অনেকেই।

এমনকি বরেন্দা গ্রামের এই বিশাল দিঘির  চারপাশে বাঁশের ঝাড়সহ বিভিন্ন প্রজাতির বড়-বড় গাছের লতাপাতা ও ডালে ডালে হাজার-হাজার অতিথি পাখিরা অভয়াশ্রম হিসেবে গড়ে তুলেছেন। আর এই গ্রামের গণতান্ত্রিক নেতৃত্ব বিদেশি পাখিদের সুরক্ষিত নিরাপত্তা নিশ্চিত করছেন।

গ্রামের কেউ, এমনকি বাহিরের কেউ এই পাখিদের শিকার ও বিরক্ত করার সাহস পায় না। ঝড় এবং বর্ষাকালে পাখির বাচ্চারা বাশের ঝাড় থেকে পড়ে গেলে সুসংগঠিত যুবকদের দল আবারো পাখির  সেবা-যত্ম করে পাখির বাসায় উঠিয়ে দেয়।

এক কথায় এই গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে পাখিদের যেন সখ্যতা গড়ে উঠেছে। তাই অনেকেই এই বরেন্দা গ্রামকে ‘সম্প্রীতির গ্রাম’ হিসেবে আখ্যায়িত করেছেন।

অথচ এতো তথ্য জানার পরও নাচোল উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি বাংলা ১৪৩২ সনের জন্য তিন বছর মেয়াদে পুকুর লিজের আবেদন আহ্বান করলে ওই গ্রামের অর্থাৎ বরেন্দা মৎস্যজীবী সমবায় সমিতি লি: ও প্রায় ২২ কিলোমিটার দূরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: ইজারায় অংশগ্রহণ করেন।

গ্রামবাসীর অভিযোগ, ঐ দিঘিপাড়ের বরেন্দা গ্রামের সমিতির অনুকূলে লিজ না দিয়ে লিজের নীতিমালা উপেক্ষা করে নাচোলের পুকুর সিন্ডিকেটের হোতা আওয়ামী প্যানেলের সাবেক কাউন্সিলর আকবর আলীর প্রায় ২২ কিলোমিটার দূরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর অনুকুলে লীজ প্রদান করেন।

লীজ নীতিমিলিা উপেক্ষা করে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি দূরের সমিতিকে লিজ প্রদান করার প্রতিবাদে বরেন্দা গ্রামের প্রায় ৫ শতাধিক হিন্দু-মুসলিম নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে নাচোল উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, লিজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আজ (গতকাল সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে এসে দিঘিটি পরিদর্শন করেছেন এবং বিভাগীয় পর্যায়ে আইনের মাধ্যমে লিজ বাতিলের আবেদন করতে বলেন গ্রামবাসীকে।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে প্রায় আধা ঘণ।টা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক বরাবর নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS