ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৫:৫৫ অপরাহ্ন

ইউক্রেনের ‘পুরো’ লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 12:57 pm

অনলাইন ডেস্ক: উক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখল করেছে রুশ বাহিনী— এমনটাই দাবি করেছেন এক রুশ কর্মকর্তা।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে নিযুক্ত রুশ কর্মকর্তা লিওনিড পাসেচনিক বলেছেন, রুশ বাহিনী যে অঞ্চলটি দখল করে নিয়েছে, তা ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে রাশিয়া যে চারটি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি।

তবে এই দাবি যদি নিশ্চিত হয়, তাহলে তিন বছরেরও বেশি সময় চলা যুদ্ধে লুহানস্কই রাশিয়ার সম্পূর্ণরূপে দখল করা প্রথম ইউক্রেনীয় অঞ্চল হবে।

লিওনিড পাসেচনিকের দাবির বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এর আগে গত ২০ জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, তিনি ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান।

পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের।’

তিনি আরও বলেন, ‘রুশ সেনারা যেখানেই পা রাখে, তা-ই রাশিয়ার।’

সূত্র: বার্তা সংস্থা মেহের

Hi-performance fast WordPress hosting by FireVPS