ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৫:১১ অপরাহ্ন

মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগ গ্রেপ্তার ১

  • আপডেট: Tuesday, July 1, 2025 - 12:02 am

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। গত রোববার রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম সন্তোষ মণ্ডল ওরফে সন্টু (৪৯)। তিনি কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা গ্রামের সুধান্য চন্দ্র মণ্ডলের ছেলে। ভুক্তভোগী নারীর মামলায় সোমবার তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গত রোববার রাত ১০টার দিকে টয়লেটে যান। টয়লেট থেকে ঘরে ফেরার সময় পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত সন্তোষ মণ্ডল।

এসময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত সন্তোষ মণ্ডলকে আটক করে। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে সন্তোষ মণ্ডলকে হেফাজতে নেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জরুরি পরিষেবা থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সন্তোষ মণ্ডলকে হেফাজতে নেয়।

ঘটনায় ভক্তভোগী নারী ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS