গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরণসিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় পাটনার কংগ্রেস গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা সভাকক্ষে সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাই নবাবগঞ্জ উপপরিচালক ড. ইয়াছিন আলী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসে জাকির মুন্সি, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।