ঢাকা | জুলাই ২৮, ২০২৫ - ৪:০৪ অপরাহ্ন

শিরোনাম

রুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

  • আপডেট: Monday, June 30, 2025 - 12:49 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার বিকালে রুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ দপ্তর ও শারীরিক শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার।

এবারের প্রতিযোগিতায় রুয়েটের ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়।