ঢাকা | জুলাই ১৯, ২০২৫ - ১:৪৬ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় দুই নারী চোরসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, June 27, 2025 - 11:18 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই নারী চোরসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে থাকা  রোগীদের ব্যাগ থেকে চুরি করার সময় ২জন নারী চোরকে হাতে নাতে ধরে  ফেলে জনগণ।

পরে পুলিশে খবর দিলে তারা দুই নারী চোরকে গ্রেপ্তার করেন। অপরদিকে বাঘা উপজেলা মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মৃত শায়ন থান্দার ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাসির উদ্দীনকে (৪০) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।

বাঘা থানার ওসি অ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, গতকাল শুক্রবার তিনজন আসামিকে রাজশাহী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।