ঢাকা | জুলাই ২১, ২০২৫ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে রিইব-এর প্রকল্প পরিদর্শনে যশোরের প্রতিনিধি দল

  • আপডেট: Thursday, June 26, 2025 - 11:00 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর সৃজন প্রকল্পের কর্মসূচির এলাকা পরিদর্শন করেছেন যশোরের প্রতিনিধি দল।

গত তিনদিন ধরে উপজেলার প্রকল্প এলাকার বিভিন্ন ঘুরে বৃহস্পতিবার শেষ করে। তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করেন এবং প্রকল্পের কর্ম এলাকাগুলো সরেজমিনে দেখতে যান।

তারা উপকারভোগীদের সাথে কথা বলেন ও নানা ধরনের তথ্য সংগ্রহ করেন। এলাকাগুলোর মধ্যে রয়েছে পাকড়ী ইউনিয়নের ঝিনা ঝালপুকুর ও জাওইপাড়া, রিশিকুল ইউনিয়নের মান্ডইল রামদাসপাড়া ও তালাই কুন্দলিয়া, মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার ও আদাড়পাড়া এবং দেওপাড়া ইউনিয়নের কুড়াপুড়া ও জীওলমারী।

প্রকল্পের অন্যতম কর্মসূচি শিক্ষা সফর বিনিময়ে করা হয়। যশোরের প্রতিনিধি দলে ছিলেন দৈনিক রানার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজীব ও যশোর জজ আদালতের অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস সূচনা। ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন রিইব-এর প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।