ঢাকা | জুলাই ১৮, ২০২৫ - ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ

  • আপডেট: Thursday, June 26, 2025 - 7:54 pm

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই সাক্ষাতে মিলিত হন তারা। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

এছাড়াও আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।