ঢাকা | জুলাই ২২, ২০২৫ - ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

পুনর্ভবা নদী থেকে অবৈধ রিং জাল আটক

  • আপডেট: Thursday, June 26, 2025 - 11:21 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর সীমান্তের বালা শহিদ এলাকায় পুনর্ভবা নদীতে মাছ ধরার অবৈধ রিং জাল আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পোরশা থানা পুলিশ,  ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহল দল এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ জালগুলি আটক করা হয়।

মৎস্য অফিসার শামীম রেজা এবং নায়েব সুবেদার মাহাফুজ টহল দলসহ বিওপি হতে ১ কি.মি. দক্ষিণে পুনর্ভবা নদীতে অভিযান পরিচালনা করে ১৪টি রিং জাল আটক করে। পরে আটককৃত রিং জাল জালগুলি পুড়িয়ে ধ্বংস করার করা হয়।