রাবি উপাচার্যের সাথে দুই বিশিষ্টজনের সৌজন্য সাক্ষাত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে দুই বিশিষ্টজন ড. সাদেকুল ইসলাম ও ড. মাহফুজুল হক বুধবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে তাঁরা রাবিতে বিদ্যায়তনিক ক্ষেত্রে সহযোগিতার প্রদানের আগ্রহ ব্যক্ত করলে উপাচার্য স্বাগত জানান এবং এই বিষয়ে অধিকতর আলোচনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে তাঁরা লোক প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
সাক্ষাতকারী শিক্ষাবিদ ড. সাদেকুল ইসলাম কানাডার লরেন্টিয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর ও বিভাগের প্রাক্তন সভাপতি।
অপর বিশিষ্টজন ড. মাহফুজুল হক বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব, বর্তমানে অন্তবর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি। ২৭ জুন তাঁরা রাবি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন বলে নির্ধারিত আছে।