ঢাকা | জুলাই ২৬, ২০২৫ - ৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

ভোলাহাটে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

  • আপডেট: Wednesday, June 25, 2025 - 10:57 pm

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসূমে রোপা আমন (উপশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান বুধবার সকাল সোয়া ৯টায় কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সরকারের দেয়া কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমীর শেখ প্রমুখ।

উপজেলার ৪টি ইউনিয়নের ৯ শত ৭০ জন কৃষককে মাথাপিছু ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ও অন্যান্য অতিথিবৃন্দ।