ঢাকা | জুলাই ২২, ২০২৫ - ১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

কিশোরীকে অপহরণের দায়ে কিশোর হেফাজতে

  • আপডেট: Wednesday, June 25, 2025 - 11:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে অপহরণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেয়া হয়েছে।

ওই কিশোরের বাড়ি রাজশাহীর কর্ণহার থানার বাতাসমোল্লা গ্রামে। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল গত মঙ্গলবার বিকালে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালায়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ওই কিশোরীকে উদ্ধারের পাশপাশি আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরকে হেফাজতে নেয়া হয়েছে।

 র‌্যাব জানায়, স্কুলে যাতায়াতের পথে ওই কিশোর প্রায়ই ভুক্তভোগী কিশোরীকে উত্ত্যক্ত করত। গত ১৬ জুন সকালে স্কুলে যাওয়ার জন্য ওই কিশোরী বাড়ি থেকে বের হয়।

পথে কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে থেকে ওই কিশোর এবং তার সহযোগীরা তাকে অপহরণ করে। এ নিয়ে ২২ জুন কর্ণহার থানায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন।

মামলার পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি ক্যাম্পের একটি দল অভিযান চালায়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা কিশোরী এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরকে কর্ণহার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।