ঢাকা | জুলাই ২১, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে জুয়েল হত্যাকাণ্ডের আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Tuesday, June 24, 2025 - 11:19 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মধ্যরাতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত হয় জুয়েল রানা (৩০) নামের এক যুবক। ঘটনার ১৯দিন পেরিয়ে গেলেও হত্যা মামলার একমাত্র আসামি তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।

এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসি। গতকাল মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে নিহত জুয়েলের মা মর্জিনা বেগম বলেন, ঘটনার পর হত্যাকারী তোফাজ্জল হোসেন লাবুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে লাবুর পরিবার ও তার পক্ষের লোকজন প্রতিনিয়ত আমাদের মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছেন।

আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। নিহত জুয়েলের স্ত্রী রিতা খাতুন বলেন, লাবু পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে। তাকে হত্যার ভিডিও সিসি ফুটেজে ধরা পড়লে ভিডিও ভাইরাল হয়। এরপরও থানা পুলিশ আসামি না ধরে নানা তাল-বাহানা করছে। আমার স্বামীর হত্যাকারী লাবুকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, লাঠির আঘাতে জুয়েল নামের ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিসি ফুটেজে দেখা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা চেষ্টা করছি মামলার আসামিকে গ্রেপ্তার করতে। আশা করছি খুব দ্রুত তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত ৩ জুন দিবাগত রাতে অতর্কিত হামলা চালায় জুয়েল রানার উপর । পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৫জুন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান। হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।