ঢাকা | জুলাই ১৬, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

কাশিয়াডাঙা কলেজে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

  • আপডেট: Tuesday, June 24, 2025 - 2:13 am

স্টাফ রিপোর্টার: সোমবার সকালে নগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত কাশিয়াডাঙা কলেজে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভ কামনা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল করিম শাহ্ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ আবু বরকত, জ্যেষ্ঠ প্রভাষক খন্দকার আতাউল হক, পরীক্ষার্থী সুরাইয়া আকতার রাবু, একাদশ শ্রেণির শিক্ষার্থী সালমা খাতুন প্রমুখ।

কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের অধ্যক্ষ। সঞ্চালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষক দিলারা জাহান।