রাকসু নির্বাচনের বিষয়ে মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল রোববার এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত এই মতবিনিময়ে সভাপতিত্ব করেন রাকসুর সভাপতি রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। মতবিনিময়ে রাবিতে সক্রিয় ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশ নেয়।
নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য ছাত্র প্রতিনিধিবৃন্দ তাদের পরামর্শ তুলে ধরলে উপাচার্য সে বিষয়ে আলোচনা করেন। কাক্সিক্ষত নির্বাচন অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময়ে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।